আমার ইন্ডিয়া ভ্রমন ও আপনাদের জন্য কিছু গাইডলাইন

গত সেপ্টেম্বর- নভেম্বর পর্যন্ত অফিসের কাজে ইন্ডিয়া তে ছিলাম। কাজের শেষে ১০ দিনের ছুটি ও পেলাম। তো প্লান করলাম যে মিসেস কে নিয়ে ইন্ডিয়া ঘুরবো। আমার মিসেস আমার সাথে জয়েন করলো নভেম্বর এর ১০ তারিখে। মোট সাত দিন ছিলাম এবং বিখ্যাত কিছু জায়গা দেখার সুযোগ হল। কয়েকটি পর্বে আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। সাথে আপনাদের জন্য কিছু গাইড লাইন থাকবে। তো চলুন শুরু করা যাক। 

প্রথমেই আপনাদের কে জানাবো কি করে ইন্ডিয়ার ভিসা পেতে হয় 

ইন্ডিয়ার ভিসা এখন আগের চেয়ে অনেক সহজে পাওয়া যায়, শুধু প্রয়োজন আপনার প্রয়োজনীয় কাগজপত্র ও কিছু নিয়ম কানুন জানা। ভিসা পেতে আপনার যে কাগজ পত্র গুলো লাগবে তা হলো -
১। পাসপোর্ট- কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে এবং দুইটা পাতা খালি থাকতে হবে।
২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৩। চাকুরীর প্রত্যয়ন পত্র অথবা স্টুডেন্ট হলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিচয় পত্র।
৪। ব্যাংক স্টেটমেন্ট এ ২০০ ডলার সমপরিমান অর্থ অথবা পাসপোর্ট এ ১৫০ ডলার এনডরস করা থাকতে হবে।

এছাড়াও বিশেষ কিছু ভিসার জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় যেমন- 
১। মেডিক্যাল ভিসাঃ 
      ক) রোগীর অবস্থা সংক্রান্ত প্রেসক্রিপশন।
      খ) বিদেশে যে রোগী কে দেখানো প্রয়োজন এ সংক্রান্ত সার্টিফিকেট - এটা প্রথম বার দেখানোর জন্য।
      গ) দ্বিতীয় বার দেখাতে ভারতে যে ডাক্তার এর কাছে দেখিয়েছেন তাঁর রিকমেন্ডেসন লেটার।
      ঘ) দীর্ঘ সময় চিকিৎসার জন্য ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
২।  স্টুডেন্ট ভিসাঃ
      ক) ভারতে যে প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক তাঁর অফার লেটার অথবা ভর্তির কাগজ পত্র।
      খ) বর্তমান পরালেখা সম্পরকিত কাগজ পত্র।
      গ) পিতামাতার ব্যাংক স্টেটমেন্ট।

আরও বিস্তারিত এখানে পাবেন

 এবারে আবেদন করার পালা
প্রথমেই এখানে ক্লিক করুন। যে পেজ টি ওপেন হবে সেখানে প্রথমে indian mission নামে একটি ঘর আছে এখানে Bangladesh Dhaka, Bangladesh Rajshahi  ও Bangladesh chittagong আছে । আপনি যেখান থেকে ভিসা করতে চান সেটি সিলেক্ট করুন। এবারে একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশান আই ডি আসবে সেটি লিখে রাখুন। এখন সাবধানতার সাথে ফরমটি পুরণ করুন।




সাবমিট করার আগে অবশ্যই ভালভাবে পরে নিন। যে কোনও ধরনের ভুলের জন্য আপনার ভিসা বাতিল হতে পারে।
ফাইনাল সাবমিট করার আগে একটা জায়গায় আপনাকে আপয়েনমেনট ডেট দিতে হবে। এরপর আপয়েনমেনট ডেট এবং ওয়েব অ্যাপ্লিকেশান নাম্বার সহ আপনাকে একটি pdf form দেওয়া হবে। এই ফর্মটি প্রিন্ট করে আপনার ডকুমেন্ট গুল সহ নির্দিষ্ট দিনে indian visa application center এ জমা দিন। ঠিকানা এখানে পাবেন । তিন থেকে পাঁচ দিন লাগতে পারে আপনার ভিসা প্রসেস হতে। অনলাইন এ আপনি আপনার ভিসা স্ট্যাটাস সম্পরকে জানতে পারবেন এজন্য এখানে ক্লিক করুন

যদি আপয়েনমেনট ডেট না থাকে তাহলে পরের দিন পুনরায় আপনার ওয়েব অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে লগিন করতে হবে এবং  আপয়েনমেনট ডেট নিতে হবে। আপয়েনমেনট ডেট ছাড়া কোনও অ্যাপ্লিকেশান গ্রহণ যোগ্য হবেনা।

আজ এ পর্যন্তই। আপনার ভিসা সংগ্রহ করুন আপনাদের কে পরবরতি পর্বে ইন্ডিয়া নিয়ে যাব ইনশাল্লাহ।





 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites